সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর তত্বাবধানে (এলজিইডি) হামলাকোলা আঞ্চলিক সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে। এ কারণে সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে জনগণের চলাচলে আবারো চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে গত বছর হামলাকোলা ব্রীজ ভায়া ভক্তপাড়া পর্যন্ত ৩২৮ মিটার সড়ক মাটি ভরাটসহ পাকা সড়ক নির্মাণে ২৬ লাখ ৭০ হাজার ৬শ’ ৬৪ টাকা বরাদ্দ দেয়া হয। এ প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহবান করে এলজিইডি। সরকারি বিধিমতে নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান এ প্রকল্পের কাজ শুরু করে। ৩২৮ মিটার এ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, এ সড়কের দুপাশে শোল্ডারে মাটি ভরাটের কাজ হয়নি এবং সড়ক পাকাকরণে নিম্মামনের উপকরণ ব্যবহার করা হয়েছে। এমনকি এ সড়ক নির্মাণ কাজে তদারকিও হয়নি। এজন্য অনায়াসে এ প্রকল্পের কাজে অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে। এ প্রকল্পের কাজ শেষ হওয়ার মাস যেতে না যেতেই পাকা সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ধসে পড়েছে। এতে জনসাধারণ ওই সড়কে চলাচলে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। প্রশ্ন রয়েছে, সিডিউল ভিত্তিতে এ প্রকল্পের কাজ হলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না।
এ বিষয়ে উপজেলা প্রকৌশল বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আলোকিত বাংলাদেশকে বলেন, ওই সড়কের গর্ত ও ধসে যাওয়া স্থানে মেরামতের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। সেইসাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের টাকাও আটকে দেয়া হয়েছে এবং সড়ক মেরামত না করলে আইনগত ব্যবস্থা